You are currently viewing পিওর কোরিয়ান ও সিনো কোরিয়ান গণনার একক

পিওর কোরিয়ান ও সিনো কোরিয়ান গণনার একক

কোরিয়ান ভাষায় গণনার একক অনেক গুরুত্তপূর্ণ একটা বিষয়, এটা আপনার দৈনন্দিন জিবনে ব্যাবহার করতে হবে তাই এটা খুব ভালো ভাবে আয়ত্ত করতে হবে। এখান থেকে ইপিএস টপিক পরিক্ষায় ১ বা ২ টা প্রশ্ন আসে। চলুন তাহলে জেনে নেয়া যাক।

 

갑 > সিগারেট ম্যাচ ছোট বাক্স ইত্যাদির একক

권 > বই ম্যাগাজিন মলাটবদ্ব ইত্যাদির একক

그 릇 > বল বাটি ইত্যাদি গণনার একক

그 르 > গাছ গণনার একক

마 리 > মাছ জন্তু ইত্যাদি গণনার একক

벌 > পোশাক সুট ইত্যাদি গণনার একক

분 > বায়োজষ্ট্যদের গণনার একক

살 > বয়স গণনার একক

상자 > বাক্স কাটুন গণনার একক

시 > সময় গননার একক

자 루 > কলম পেন্সিল গণনার একক

잔 > গ্লাস কাপ ইত্যাদি গণনার একক

채 > ঘড় বাড়ি ইত্যাদি গননার একক

개 > সাধারন বস্তুগত দ্রব্য টি টা খানা খানি গননার একক

대 > মেশিন গাড়ি গননার একক

번 > বার সময় গননার একক

병 > বোতল গননার একক

사 람 \명 > মানুষ গননার একক

송 이 > ফুল কান্ড গননার একক

시간 > সময় ঘন্টা গননার একক

장 > কাগজ বা এ জাতিয় পাতলা বস্তু গননার একক

켤 레 > জোড়া গননার একক

포기 > সবজি গননার একক

 

সিনো কোরিয়ান গণনার একক

개 월 > মাস গণনার একক নির্দিষ্টকরে বুঝালে

동 > বহুতল ভবন গণনার একক

번 > ক্রমিক সংখ্যা গণনার একক

원 > কোরিয়ান মূদ্রা গণনার একক

인분 > জনপ্রতি (খাবার) গণনার একক

주 > সপ্তাহ গণনার একক

년 > বছর গণনার একক

분 > মিনিট গণনার একক

초 > সেকেন্ড গণনার একক

월 > মাস গণনার একক

일 > দিন / তারিখ গণনার একক

총 > বহুতল ভবনের তলা গণনার একক

호 > রুম বা ফ্লাট গণনার একক

Leave a Reply